বিশ্বের সবচেয়ে বিপজ্জ্বনক কয়েকটি রোলার কোস্টার।
- ফর্মুলা রোসা
- ফুজি-কিউ হাইল্যান্ড
- ডিজনির অ্যানিম্যাল কিংডম পার্ক
- কিংডা কা
- দ্যা স্মাইলার
- কসমো ওয়ার্ল্ড থিম পার্ক
- স্লিংশট রোলার কোস্টার
ফর্মুলা রোসা
আবু ধাবিতে অবস্থিত বিখ্যাত বিনোদন পার্ক ফেরারি ওয়ার্ল্ডে আছে ফর্মুলা রোসা নামক একটি রোলার কোস্টার। এটি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির রাইডগুলোর মধ্যে অন্যতম। যার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ২৪০ কিলোমিটার।
এর গতি এতোটাই বেশি যে, সামনের আসনে বসা যাত্রীদের এক ধরনের বিশেষ চশমা পরতে হয়, যাতে উড়ন্ত পোকামাকড় চোখের কোনো ক্ষতি করতে না পারে। এ রোলার কোস্টারের ওয়াগনগুলি বিখ্যাত ফর্মুলা রেস গাড়িগুলির আকারে তৈরি করা হয়েছে।এতো ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও পার্কের পর্যটকদের দীর্ঘতম সারিটি সাধারণত ফর্মুলা রোসার সামনেই দেখা যায়।
ফুজি-কিউ হাইল্যান্ড
জাপানের ফুজি-কিউ হাইল্যান্ড থিম পার্কে আছে তাকাবিসা নামের রোলার কোস্টার। সবচেয়ে বেশি কোণে বাঁক নিয়ে নিচে নামার রেকর্ড দখল করে আছে এটি। দুর্বল হার্টের ব্যাক্তিদের জন্য এ রাইডে না চড়াই উত্তম। রাইডটি নীচে নামার সময় ১২১ ডিগ্রি কোণে নীচের দিকে ঝুঁকে থাকে। তবে এর মাধ্যমে ১৪১ ফুট উঁচুতে উঠে সাহস করে একবার চোখ খুলে চারপাশে তাকাতে পারলেই বিখ্যাত ফুজি পর্বতের তুষার শুভ্র সৌন্দর্য উপভোগ করা যায়।
ডিজনির অ্যানিম্যাল কিংডম পার্ক
বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় থিম পার্কগুলোর মধ্যে অন্যতম একটি হলো ডিজনির অ্যানিম্যাল কিংডম পার্ক।আমেরিকার ফ্লোরিডায় অবস্থিত এ পার্কে আছে এক্সপিডিশন এভারেস্ট নামক একটি রোলার কোস্টার। ডিজনির সর্বোচ্চ এ রোলার কোস্টার রাইডটি দুটি উঁচু পাহাড়ের মাঝে চলাচল করে। সে দুই পাহাড়ের মাঝের বিশাল জায়গাটা নিচ পর্যন্ত একেবারে ফাঁকা। এক পাহাড় থেকে যাত্রীরা ঝুলন্ত ট্র্যাকের মধ্যে দিয়ে অপর একটি পাহাড়ে যায়।
কিংডা কা
আমেরিকার নিউ জার্সির সিক্স ফ্ল্যাগস অ্যাডভেঞ্চার পার্কে আছে আরও এক বিপজ্জনক রোলার কোস্টার। যার নাম কিংডা কা। বিশ্বের সবচেয়ে উঁচু এ রাইডের উঁচু জায়গাটি ৪৫তলা অট্টালিকার সমান। এর নামকরণ দেওয়া হয়েছে ওই পার্কের অন্যতম আকর্ষণ ‘কিংডা কা’ নামে একটা রয়েল বেঙ্গল টাইগারের নামে। রোলার কোস্টারটি এতই খাড়া যে, নামার সময় শূন্য থেকে পড়ে যাওয়ার মতো অনুভূতি তৈরি হয়।
দ্যা স্মাইলার
ইংল্যান্ডের দ্যা স্মাইলার হলো পৃথিবীর সবচেয়ে বেশি উল্টে যাওয়া রোলার কোস্টার। এটি ইংল্যান্ডের স্টাফোর্ডশায়ারের আল্টন টাওয়ারসে অবস্থিত। প্রতি চক্কোরে ‘স্মাইলার’ রোলার কোস্টার মোট ১৪ বার পল্টি খায়। লুপের মতো প্যাঁচানো রাইডিংয়ে চক্কোর দেবার সময় যে কারোরই মাথা ঘুরে যাবে। তবুও রোমাঞ্চপ্রেমীরা এ অভিজ্ঞতা মিস করতে চান না।র এই কোস্টারের অভিজ্ঞতা নিতে ভিড় লেগে থাকে এডভেঞ্চার প্রিয় মানুষদের।
কসমো ওয়ার্ল্ড থিম পার্ক
জাপানের ইয়োকোহামা শহরের কসমো ওয়ার্ল্ড থিম পার্কে আছে ডাইভিং ভ্যানিশ নামের একটি রোলার কোস্টার। চলতে চলতে হঠাৎই কোস্টারটি একটি পানিভর্তি পুলের মধ্যে ডুব দিয়ে যেন যাত্রীসহ অদৃশ্য হয়ে যায়। তারপর আরেক জায়গা দিয়ে বের হয়ে আসে। মূলত এই কোস্টারটির যাত্রাপথে একটি টানেল আছে। আর সেই টানেলের মুখটা এমনভাবে বানানো, দূর থেকে দেখলে মনে হয় সত্যি সত্যি কোস্টারটি পানিতে ডুব দিয়েছে। এমনকি ডুব দেওয়ার সাথে সাথেই পুলের চারপাশ থেকে পানি ছিটানোর কৃত্তিম ব্যবস্থাও করে রাখা আছে।
স্লিংশট রোলার কোস্টার
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত স্লিংশট রোলার কোস্টারটিও কম বিপজ্জনক নয়। কেননা, এই রাইডটি ৩৬০ ফুট উঁচুতে আরোহণকারীদের নিয়ে গিয়ে ফুটবলের মতো খেলবে! তাই দুর্বল হার্টের রোগীরা এর থেকে দূরে থাকাই ভালো।
🤎