সূর্য অস্ত যায় না পৃথিবীর যেসব দেশে।
পৃথিবীতে কিছু জায়গা রয়েছে যেসব স্থানে সূর্য উঠলে অস্ত যায় না, আবার অস্ত গেলে দীর্ঘ সময় ধরে সূর্যের দেখা মেলে না। শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্য, পৃথিবীতে এমন ৬টি আশ্চার্যতম স্থান রয়েছে যেখানে রাতেও দেখা যায় দিনের আলো, আবার কখনো দিনে দেখা যায় রাতের অন্ধকার। এই ৬টি স্থানে ৭০ দিনের বেশি সময় ধরে সূর্য অস্ত যায় না। পৃথিবীর এই ৬ টি আশ্চর্যতম জায়গা নিয়েই থাকছে আজকের প্রতিবেদন। এ তালিকায় যে দেশগুলো আছে সেগুলো হলো:-
- নরওয়ে
- সুইডেন
- আলাস্কার ব্যারো
- কানাডার নুনাভুত
- আইসল্যান্ড
- ফিনল্যান্ড
নরওয়ে
এ তালিকার প্রথমেই রয়েছে আর্কটিক সার্কেলে অবস্থিত ইউরোপের উত্তরের সবচেয়ে অধ্যুষিত অঞ্চল নরওয়ে। একে মধ্য রাতের সূর্যের দেশও বলা হয়ে থাকে। এখানে টানা ৭৬ দিন সূর্য অস্ত যায় না। এ সময়টা চলমান থাকে বছরের মে মাসের শেষ থেকে জুলাই মাস পর্যন্ত। তখন নরওয়ের আকাশে প্রায় ২০ ঘণ্টা সূর্য দেখা যায়। তবে নরওয়ের স্যালবার্ডে একটানা সূর্যের আলো থাকে ১০ এপ্রিল থেকে ২৩ অগস্ট পর্যন্ত। সূর্য উদিত থাকার এ সময়গুলোতে নরওয়ে আশ্চর্য সুন্দর রূপ ধারণ করে। তাই এই সময়ে এই জায়গাটিতে যাওয়ার পরিকল্পনা করেন অনেকেই।
সুইডেন
তালিকায় থাকা আরেকটি স্থান সুইডেন।
এক টানা প্রায় ৪ মাস সূর্যের আলো আর রোদ থাকে এখানে। এ সময়টা চলে মে থেকে অগস্ট মাস পর্যন্ত। তবে সুইডেনে একটা নির্দিষ্ট সময়ে সূর্য অস্ত যায়, কিন্তু তা খুব কম সময়ের জন্য। এখানে মধ্য রাতে সূর্য অস্ত গেলেও প্রায় ৪ টের সময়ে আবার উদিত হয়। সূর্য অস্ত না যাওয়ার সময়গুলোতে সুইডেনকে প্রকৃতিকে অপরূপ সুন্দর দেখায়। তাই এই সময়ে পর্যটকরা এখানে পাড়ি জমান। অন্ধকার না থাকায় নানান দুঃসাহসিক কার্যকলাপ, গল্ফ খেলা, মাছ ধরা, ট্রেকিং ট্রেইল এবং আরও অনেক কিছুতে নিজেদের জড়িয়ে রাখেন তারা।
আলাস্কার ব্যারো
আলাস্কার ব্যারো অঞ্চলে মে মাসের শেষ থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত সূর্য অস্ত যায় না। এই সময় জায়গাটিতে বেশ মনোমুগ্ধকর হয়ে উঠে। তবে নভেম্বরের শুরু থেকে পরবর্তী ৩০ দিন পোলার নাইট বিরাজ করে। এ ৩০ দিনে এখানে সূর্য ওঠে না। অর্থাৎ শীতের মাসগুলিতে অন্ধকারে ডুবে থাকে সমগ্র দেশ। আলাস্কার এ অঞ্চলটি তুষার ঢাকা পাহাড় এবং মনোমুগ্ধকারী হিমবাহে এক অদ্ভুত সুন্দর রূপ ধারণ করে। প্রতিবছর গ্রীষ্ম বা শীত কালে, সূর্য অস্ত বা উদিত থাকার সময়গুলোতে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে অনেক পর্যটক আলাস্কার জনপ্রিয় এই অঞ্চলটি পরিদর্শন করতে আসে। প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য উদাহরণ আলাস্কার ব্যারো অঞ্চলটি।
কানাডার নুনাভুত
অন্যদিকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডার উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত একটি সুন্দর জায়গা নুনাভুত। আর্কটিক সার্কেল থেকে প্রায় দুই ডিগ্রি উপরে অবস্থিত এই অঞ্চলে একটানা প্রায় দুই মাস ধরে সূর্য অস্ত যায় না। সেখানে পর্বতারোহণ, হট স্প্রিংস, সাসপেনশন ব্রিজ হাঁটা, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রসারিত সড়ক ভ্রমণ ও অনেক ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ দেখতে পাওয়া যায়। তবে আলাস্কার ব্যারো অঞ্চলের মতো এখানেও শীতকালে টানা ৩০ দিন সম্পূর্ণ অন্ধকার থাকে। সে সময় আকাশে অরোরা দেখা যায়।
আইসল্যান্ড
ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ আইসল্যান্ড। এটিই এক মাত্র দেশ যেখানে একটিও মশা নেই। জুন মাসে সূর্য কখনওই অস্ত যায় না এখানে। এছাড়া ১০ মে থেকে জুলাই পর্যন্ত টানা কয়েকদিন এখানে দিন থাকে। হাইকিং, বন্যপ্রাণী, তিমি, গুহা, আকাশে আলোর খেলক, সাইকেল চালানো ও জাতীয় উদ্যান পরিদর্শনের জন্য বছরে অনেক পর্যটক ভিড় জমান আইসল্যান্ডে।
ফিনল্যান্ড
তালিকায় থাকা আরেকটি দেশ ফিনল্যান্ড। হাজার হ্রদ ও দ্বীপের দেশ বলে পরিচিত ফিনল্যান্ডের বেশিরভাগ অংশেই গ্রীষ্মে সূর্যের আলো থাকে। টানা ৭৩ দিন সূর্য দেখা যায় সে অঞ্চলগুলোতে। এ সময়গুলোতে প্রকৃতির অপরূপ সৌন্দর্য, শরতে গাছের পাতার হলুদাভ বর্ণ মুগ্ধ করবে যে কোন প্রকৃতি প্রেমিকে। এছাড়াও আকাশে নানা রঙের আলোর খেলা, কাচের ইগলুতে সেময় কাটানো, এমনকি স্কিইং করা যাবে সেখানে।